Daily Frontier News
Daily Frontier News

কোরবানের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

 

মাসুদ পারভেজ

চট্টগ্রাম: ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।

বুধবার (১৯ জুন) সকাল থেকে নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস টার্মিনালে নগরফেরা যাত্রীর চাপ লক্ষ্য করা যায়।

যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারা অনেক সৌভাগ্যের।

যাওয়ার সময় কষ্ট হলেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি।

তবে বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের মুখে।

চট্টগ্রাম আরকান সড়ক শ্রমিক সংগঠনের নেতা মোহাম্মদ মাহাবুব বলেন, এবারের ফিরতি ট্রিপে কোনো শিডিউল বিপর্যয় নেই।

যথাসময়ে গাড়ি ছেড়ে আবার সময়মতো নগরে চলে আসছে। ঈদের ছুটি শেষ হলেও অধিকাংশ মানুষ সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে বেশি সময় গ্রামে থাকছে। তাই এখনও সড়কে যাত্রীচাপ তেমন বাড়েনি।

এদিকে, ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। তিনদিনের ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না অফিসগুলোতে। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অফিসে।

Daily Frontier News