Daily Frontier News
Daily Frontier News

তেঁতুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু পঞ্চগড় এক আসনে লাগানো হবে তিন লাখ চারা গাছ

 

মোঃ মিজানুর রহমান মিন্টু ,পঞ্চগড় জেলা প্রতিনিধি :

তেঁতুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু পঞ্চগড় এক আসনে লাগানো হবে তিন লাখ চারা গাছ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে জীববৈচিত্রকে
রক্ষা, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনে মানুষকে আকৃষ্ট করতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।
এর অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাগানো হবে ১ লাখ অধিক চারা গাছ৷

শনিবার (১৫ জুন) তেঁতুলিয়ার মহানন্দা পার্কে তেঁতুলিয়া উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন, সহ প্রমূখ৷

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন, তেঁতুলিয়ার পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকূলকে বাঁচিয়ে রাখতেও আমরা গাছ রোপন করবো, আজ প্রায় ৬ হাজার গাছ রোপন করা হলো আজ, পর্যায়ক্রমে ১ লাখের উপরে গাছের চারা রোপন করা হবে একই সাথে গাছগুলো যেনো বেচে থাকে তার উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি কয়েকটি এনজিও বৃক্ষরোপণে অংশ নিবে । স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গাছের পরিচর্যায় সুবিধাভোগী নিয়োগ, গাছের চারপাশে বেড়া দেওয়া ও গাছে বাঁশের খুঁটি দেওয়া হবে।

সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, পঞ্চগড়কে আমরা পর্যটন এলাকা হিসেবে পরিচিতি করতে চাই, তাই মহাসড়ক দুই পাশে ও পর্যটন আকর্ষনীয় স্থান গুলোতে
সৌন্দর্য ছড়ানো শিমুল , পলাশ, জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ শোভাবর্ধনকারী গাছগুলো লাগানোর পরিকল্পনা নিয়েছি।

Daily Frontier News