Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঈদগাহ মাঠে পানি ক্ষতি হতে পারে লক্ষ লক্ষ টাকা-কতৃপক্ষ নীরব কেন ?

 

মোঃ শাহিন চৌধুরী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াঃ-

.  জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা চান্দুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে পানি উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি ধানের জমিতে বিনা অনুমতিতে বাঁধ দিয়ে মাছের চাষ করছে। এতে করে ঈদুল আযহা নামাজ পড়া দুরূহ হয়ে পড়েছে। তা ছাড়া ঈদগাহ মাঠের ফ্লোর ও বাউন্ডারি যে কোনো সময় নষ্ট হয়ে ধসে পড়তে পারে। জনসাধারণে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে।

.  এ বিষয়ে বিজয়নগর উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ ১০ই জুন ২০২৪ইং উত্তাপিত হলে,সহকারি কমিশনার (ভূমি)জনাব মোহাম্মদ মোজাহেরুল হক,বিজয় নগর উপজেলা ব্যবস্হা নিবেন বলে জানালেও অদ্যবধি কোনো ব্যবস্হা নেয়নি। বিজয়নগর উপজেলা প্রশাসন দেখেও না দেখার ভান করছে।

. এ বিষয়ে চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এ এম শামীউল হক চৌধুরী(শামীম চৌধুরী) মিডিয়া প্রতিনিধি কে বলেন, উপজেলা পরিষদ মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি? দিন দিন বিজয়নগর উপজেলার প্রশাসন অদৃশ্য কারণে যাহারা ধানের জমিতে অনুমতি ছাড়া অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়নি । তিনি আক্ষেপ করে আরো বলেন, জনগণ ক্ষতিগ্রস্ত হবে! প্রশাসন বুঝে ও বুঝলো না।

.  উক্ত বিষয়ে সহকারি কমিশনার(ভূমি)বিজয়নগর উপজেলা জনাব মোহাম্মদ মোজাহেরুল হক মিডিয়া প্রতিনিধি কে বলেন,ইউনো স্যারের কাছ থেকে খবর নিয়ে দেখি—-?
আমার নাম কোড করে কোনো কিছু লিখবেন না ।

.  এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মাহবুবুল হক, মিডিয়া প্রতিনিধি কে বলেন, এলজিইডি কতৃপক্ষকে বলা হয়েছে, তাহারা বিষয়টি সমাধান করেছে । প্রকৃত পক্ষে সমাধান করেনি এলজিইডি কতৃপক্ষ । ভূল তথ্য দিয়ে ভিভ্রান্ত করছে এলজিইডি ? তা না হলে আমরা দেখে ব্যবস্হা নিব ।

 

Daily Frontier News