মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌর এলাকার, স্বেচ্ছাসেবী ও শিক্ষা মূলক সংগঠন ★ছড়িয়ে দাও সীমাহীন আলো★এর উদ্যোগ বুধবার(১২ জুন) বিকেল তিনটার সময় ❝পিড়াশন মিফতাহুল উলুম হাফেজিয়া নূরানীয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা❞ তে সাধারণ ছাত্রদের মাঝে
খেলার উপহার সামগ্রী বিতরণসহ,
তাদের মাঝে ৩টি প্রতিযোগিতা করা হয় হয়।
১.কুরআন তিলাওয়াত
২.ইসলামী গজল
৩.ঐচ্ছিক বক্তৃতা
প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আগামী তে তাদের সর্বোচ্চ পাশে থাকার আশ্বাস দেয় সংগঠনের সদস্যরা। এবং উপস্থিত সংগঠন এর সদস্যরা বলেন,
সমাজের অবহেলিত, অসহায় সকলের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি আব্দুল খালেক,প্রতিষ্ঠান প্রধান রায়হান আলী,সহকারী শিক্ষক আবু নাইম সহ সংগঠনের সদস্য অহেদুজ্জামান(অহিদ),ফারহান ইবনে রফিক,ইসতিয়াক,হামিম,তূর্য,নাফিস প্রমূখ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics