Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও পরে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

 

সাধন সূত্রধর মানিকগঞ্জ :-

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও পরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয় পরে
মানিকগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত
এই জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সানজিদা জেসমিন,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজগর আলী,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, ডেপুটি কালেক্টরেট রেভিনিউ সাথী দাস, সহকারি কমিশনার (ভূমি) জহিরুল আলম।

বক্তারা বলেন, অনলাইনে ভূমিসেবা চালু হওয়ার কারণে সেবা গ্রহীতারা ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পাচ্ছেন। তবে, এব্যাপারে অনেকেই জানেন না। একারণে জনসচেনতা বাড়াতে হবে এবং সকলকে এগিয়ে আসতে হবে। এই ভূমি সেবা সপ্তাহ ৮জুন থেকে ১৪ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা দেওয়া হবে।

Daily Frontier News