Daily Frontier News
Daily Frontier News

ভারতের পোরবন্দর এলাকায় ২২০০০হাজার, কোটি টাকার মাদকদ্রব্য সহ পাঁচ পাক নাগরিক গ্রেফতার

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দর এলাকায় ভারতের জলসীমায় ঢুকে পড়ে একটি পাক নৌজাহাজ। এবং ভারতের জলসীমায় ঢুকে পড়া নৌজাহাজ টি কে ঘিরে ফেলে ভারতের নৌবাহিনীর সদস্যরা এবং এন সি বি র সদস্যরা। এবং ঔ নৌজাহাজ থেকে আটক করা হয় প্রায় ২২০০০হাজার, কোটি টাকার মাদকদ্রব্য। যায় মধ্যে রয়েছে ৩০৮৯কেজি, চরসই। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। এবং আটককৃত জাহাজের মোট মাদকদ্রব্য র দাম ভারতের মুদ্রায় প্রায় ২২০০০হাজার কোটি টাকা। আজ সকালে যখন ভারতের নৌবাহিনীর সদস্যরা আরব সাগরের উপকূল বরাবর টহল দিচ্ছিল তখন নজরে আসে পাক নৌবাহিনীর ঔ নৌজাহাজ। তখন চ্যালেঞ্জ করে এবং তাকে ঘিরে ফেলে দেন নৌবাহিনীর সদস্যরা। চলে তল্লাশি। তখন জাহাজের ভিতর থেকে উদ্ধার করা হয় ২২০০০কোটি, টাকার মাদকদ্রব্য। সাথে সাথে গ্রেফতার করা হয় পাঁচ পাক নাগরিক কে। তাদেরকে তুলে দেওয়া হয় গুজরাট রাজ্যের অ্যান্টি টেরিস্ট ব্যুরো হাতে। তাদেরকে জেরা করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে ভারতের নৌবাহিনীর সদস্যরা কড়া পাহারায় থাকায় ভারতের জলসীমায় কোন মাদকদ্রব্য এবং বেআইনি কাজ করে কেউ পার পেতে পাবেনা বলে জানান ভারতের নৌবাহিনীর সদস্যরা।।

Daily Frontier News