Daily Frontier News
Daily Frontier News

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম(লিটল কমরেড) মৃত্যুতে জাসদের শোক:

ফ্রন্টিয়ার নিউজ রিপোর্ট 

গত শতাব্দির ৬০ দশকে ছাত্রলীগের একজন তরুণ নেতা হিসাবে স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী, ৬দফা আন্দোলনে তরুণ নেতা হিসাবে কারাবরণকারী, মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিববাহিনীর একজন প্রশিক্ষত মুক্তিযোদ্ধা হিসানে ঢাকা ও শহর সংলগ্ন রণাঙ্গনে দুঃসাহসিক ভুমিকা পালনকারী, স্বাধীন দেশে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার বিষয়ে আদর্শগত বিরোধে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগের পক্ষে অবস্থানগ্রহণকারী ও পরবর্তীতে জাসদে যোগদানকারী, ১৯৭৬ সালে বিপ্লবী গণবাহিনীর ঢাকা শহর ফোরামের পলিটিক্যাল কমিশার হিসাবে দায়িত্বপালনকারী, ২০০২ সাল পর্যন্ত জাসদ ও শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা হিসাবে দায়িত্ব পালনকারী লিটল কমরেড হিসাবেখ্যাত রফিকুল ইসলাম আজ নিউইয়র্ক সময় রাত ১২-৪০টায় নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা, এককালীন জাসদ ও শ্রমিক জোট নেতা রফিকুল ইসলাম লিটল কমরেডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন- সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ।

Daily Frontier News