কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
. সারা দেশের পরিবেশ বাঁচাতে ও দূষণ মুক্ত সমাজ গড়তে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে প্রাকৃতিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রায় পয়ত্রিশ হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। এর ফলে যেখানে সেখানে অযোগ্য বর্জ্য পদার্থ ফেলে রাখা যাবেনা। গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০জন, কর্মী তারা ঐসব এলাকায় বসবাস মানুষের কাছে গিয়ে কঠিন বর্জ্য পদার্থ নিয়ে এসে ফেলবেন একটি ড্রামম্পারে। ওখান থেকে তৈরি করা হবে জৈব সার। যা কৃষি সম্প্রসারণ ও সবুজ ফসলের জমি তে প্রয়োগ করা হবে। আজকের এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিক শ্রী সুমিত গুপ্ত আই এস এ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এ ডি এম শ্রী সৌমেন পাল এবং পশ্চিম বাংলা র সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তর এরমন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক ও কালেক্টর আসিফ ইকবাল সেখ এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং ডায়মন্ডহারবার মহাকুমা প্রশাসনিক আধিকারিক শ্রী শান্তনু বোস এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অন্যান্য সদস্যরা উপস্তিত ছিলেন। আজকের এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক শ্রী অনির্বাণ বোস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম । সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না হাজরা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্তি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে মোট পঞ্চাশ লক্ষ টাকা। এর ফলে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রায় ৩৫হাজার, মানুষকে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics