মাসুদ পারভেজ
একুশের চেতনা হারানো যাবে না: চসিক মেয়র
একুশ আমাদের মননের বাতিঘর, তাই একুশের চেতনায় জাতি বিনির্মাণে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) বিকেলে সিআরবি শিরীষতলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলা মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের জাতিসত্তার বিকাশে এক অনবদ্য সংযোজন। অসাধারণ আত্মত্যাগের এক বিশাল অর্জন। পৃথিবীর ইতিহাসে বাঙালি এক অনন্য জাতি। পৃথিবীতে খুব কম জাতি আছে যারা ভাষা, সংস্কৃতি রক্ত দিয়ে রক্ষা করেছে। রক্ত দিয়ে বাঙালি নিজের রাষ্ট্র তৈরি করেছে, তার নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করছে, অসম্প্রদায়িক চেতনা তুলে ধরছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একুশের চেতনা হারিয়ে ফেলা যাবে না।
মেয়র বলেন, বাংলাদেশের কোনো সিটি করপোরেশন বই মেলার আয়োজন করে না। একমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশন এ বইমেলার আয়োজন করে। চট্টগ্রামের এ বইমেলা এখন তরুণ-তরুণী, কিশোর কিশোরী, লেখক, সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। পুঁথিপাঠ হারিয়ে গেছে। কবিগান, যাত্রাগান বিলুপ্তপ্রায়। এজন্য আগামীতে আঞ্চলিক গানের উৎসব করবো।
সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর রেজাউল করিম এবং কাউন্সিলর নুরুল আমিন বক্তব্য রাখেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, আবদুল মান্নান, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মানিক এবং প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
এর আগে বুধবার প্রথম প্রহরে নগরের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে নগরবাসীর মধ্যে প্রথম শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল। এরপর টাইগারপাসস্থ চসিক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics