Daily Frontier News
Daily Frontier News

মাধবপুরে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের প্রয়াণে শোক সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার

গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) মাধবপুরের ধর্মঘরে হরষপুর স্টেশন প্রাঙ্গণে বিকেল ০৩টায় ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের প্রয়াণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমরান আহমেদ তরু এর সভাপতিত্বে আব্দুস সাত্তারের সঞ্চালনায় এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আপন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল মিয়া, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক দিলীপ কুমার দেব,সদস্য কাওছার আহমদ, আব্দুল হাই মাস্টার,স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমেদ, সাবেক উপপরিচালক (সমাজ কল্যান মন্ত্রণালয়) আব্দুল কালাম, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ছূরুক, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী,রুহুল আমিন রুবেল , সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গেদু, আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম রাজা,আবদুল ওয়াহাব, আবদুল আলী, গোলাম হোসেন, হাজী আবু তাহের, ফিরোজ মিয়া, মিনার মিয়া, আরিফুর রহমান পিয়াস,স্থানীয় মেম্বার আব্দুল মান্নান জিতু,যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, উপজেলা ছাত্র লীগ নেতা বরসাত জামান সৈকত, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি সোহেল মিয়া, সদস্য বায়েজিদ চৌধুরী পিয়াস, জিয়াউর রহমান প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ আব্দুল আউয়াল একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন, নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ব্যক্তি হিসেবেও ছিলেন পরিচ্ছন্ন ও শুদ্ধ, রাজনীতিবিদ হিসেবে তিনি যেমন স্মরণীয় ব্যক্তি হিসেবেও তিনি স্মরণীয়। ‘

Daily Frontier News