দলিল উদ্দিন গাজীপুর
কালিয়াকৈরে-জরিমানার-কয়েক-দিন-পরই-চালু-অবৈধ-ইটভাটাগাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকার অবৈধ ইটভাটা। ছবি: নিউজবাংলা
কালিয়াকৈরের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, ইটভাটা ফের চালু করার বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে ভাটা চালু হয়ে থাকলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় গত ৪ ফেব্রুয়ারি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।উ
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই জরিমানা করার কয়েক দিন পরই ইটভাটাগুলো ফের চালু করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়িয়া এলাকায় ৪ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে তিনটি অবৈধ ইটভাটা এন.বি.এম, এস.বি স্টার ও জে.আর.বিকে জরিমানা করা হয়। ওই সময় ইটভাটার চিমনি না ভেঙে চুল্লির দেয়ালের কিছু অংশ ভেঙে দিয়ে তা বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এলাকা পরিদর্শনে জানা যায়, আংশিক ভেঙে দেয়া অবৈধ ইটভাটা গুলো আবার চালু করা হয়েছে। ভাঙা অংশকে আবার নির্মাণ করা হয়েছে।
অবৈধ ইটভাটার চিমনি থেকে বাতাসে ছড়ায় বিষাক্ত কালো দূষিত ধোঁয়া। এ ছাড়াও দূষিত হয় এলাকার পরিবেশ।
ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর পাঁচ নম্বর ধারা বাস্তবায়ন হচ্ছে না গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
স্থানীয় একজন ক্ষোভ দেখিয়ে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর লোক দেখানো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রশাসন চলে যাওয়ার পরেই আবার ইটভাটার মালিকরা তা চালু করে। আর এটা কীভাবে হয়? মোবাইল কোর্ট করে যদি অবৈধ ইটভাটা বন্ধই না হয়, তাহলে মোবাইল কোর্ট পরিচালনার কী দরকার?
‘এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ইউএনওর নেতৃত্বে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। বন্ধ করে দেওয়ার পর ওই ইটভাটাগুলোর মালিকরা ইউএনও অফিসে দৌড়ঝাঁপ শুরু করে। তার কয়েক দিন পরেই দেখা যায়, ওই ইটভাটা তিনটি আবার চালু করা হয়। এটার মানে কী? আমরা কিছু বুঝি না?’
জে.আর.বি ইটভাটার মালিক সোহেল রানা বলেন, ‘প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই ইটভাটা চালু করেছি। কালিয়াকৈরে অনেক অবৈধ ইটভাটা চালু আছে। তাদের যা হবে, আমারও তাই হবে।’
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, ইটভাটা ফের চালু করার বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে ভাটা চালু হয়ে থাকলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics