মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়াঃ-
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের মূল্যায়ন পেলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।এখন তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।
আজ শুক্রবার সকালে তাঁর বাড়ি ‘শেকড়’, চিনাইরে ফুলেল শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি Dipak Chowdhury Bappy, সহ-সভাপতি Bishwajit Paul Babu, যুগ্ম-সাধারণ সম্পাদক Farhadul Islam Parvez,কোষাধ্যক্ষ Azizul Shonchay ও কার্যকরী সদস্য Mojibur Rahman উপস্হিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics