কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)¬ বিকেলে সমিতির সভাকক্ষে ৭টি এলাকার ১৩ জন পরিচালকের দেওয়া গোপন ব্যালটের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে চান্দিনা মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. হেদায়েত উল্লাহ্ দ্বিতীয়বারের মতো সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি নির্বাচিত হন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাহাদাৎ হোসেন।
এছাড়া গৌরাঙ্গ পদ রায় চৌধুরী সহ-সভাপতি, ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ১৩ সদস্য বিশিষ্ট সমিতি বোর্ড গঠন করা হয়। এর আগে সকালে সমিতির প্রধান কার্যালয়ে ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics