Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জের চাঞ্চল্যকর ঘটনা আ: রউফ রোমান হত্যার রহস্য উদঘাটন ও মূলকতা হেলেনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রামে পরকীয়ার জেরে আ: রউফ রোমান(৫০) কে রাতে ডেকে এনে লেবু বাগানে শ্বাসরুদ্ধ করে হত্যা করে হেলেনা বেগম।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের পর লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ
ঘটনার বিবরণে জানান গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম পাশাপাশি গ্রামের বাসিন্দা। প্রায় ০৪ বছর পূর্বে হেলেনা বেগমের স্বামী শামসুল হক মারা গেলে সে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী এলাকায় একটি গার্মেন্টসে চাকরী নেয় এবং ভিকটিম গাছবাড়ী এলাকার একটি মুদি দোকান করে জীবিকা নির্বাহ করতো। গ্রেফতারকৃত আসামী গার্মেন্টসে যাওয়া আসার মাঝে মুদি দোকানদার আঃ রউফ @ রোমানের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুত্রধরে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে যার জের ধরে তারা পারস্পরিক অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এক পর্যায়ে তাদের অনৈতিক পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যকার দ্বন্দ্ব ও মনোমালিন্যের তৈরী হয়। এরই প্রেক্ষিতে গত ১৪/০২/২০২৪ তারিখ বিকেল থেকে উপায়ান্তর না পেয়ে গ্রেফতারকৃত আসামী পূর্বপরিকল্পনামতে ভিকটিমের কালো রঙের শীতবস্ত্র দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে কৌশলে সেখান থেকে পালিয়ে নিজ ঘরে এসে রাত্রিযাপন করতে থাকে। অতঃপর অদ্য ১৫/০২/২০২৪ তারিখ ভোরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে মৃতদেহটি দেখতে পেলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মৃতদেহ মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনার রহস্য উদঘাটনে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার রহস্য উদঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হেলেনা বেগম (৪৫)’কে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী এলাকা হতে আটক করতে সক্ষম হয়। আটকের পর অভিযুক্ত হেলেনা বেগমকে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে। উক্ত ঘটনায় সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জ সিপিসি – ৩ র‌্যাব-৪ লে. কমান্ডার মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Frontier News