Daily Frontier News
Daily Frontier News

ভারত সীমান্তে বাংলাদেশী যুবতীর গোপনাঙ্গ মিললো ২৯লক্ষ, টাকার সোনা

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ ভারতের আন্তর্জাতিক সীমান্ত প্রেট্রোপোল অতিক্রম করার সময় বাংলাদেশের ঢাকার খিলগাঁও এর ভূইয়া পাড়ার বাসিন্দা তানজীন নাহার কে ২৯লক্ষ, টাকার সোনা সহ পাকড়াও করে বি এস এফ এর মহিলা শাখা। বাংলাদেশের এই যুবতী তানজীন নাহার তিনি আজ যখন ভারতের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে আসেন তখন বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত রক্ষীদের সন্দেহ হয়। এবং তানজীন নাহার মহিলা হওয়ার জন্য তাকে বি এস এফের মহিলা সদস্যদের দিয়ে চেকিং করা হয়। তখনই তার গোপনাঙ্গ মিললো ২৯লক্ষ টাকা র সোনার বিস্কুট। যা ভারতীয় মুদ্রায় ২৯লক্ষ, টাকা। তিনি প্রায় ভারতের কলকাতা সহ বিভিন্ন যায়গায় আসেন চকলেট এবং প্রসাধনী সামগ্রী কেনার জন্য। এবং তিনি তার সোনার বিস্কুট নিয়ে যাওয়ার কথা ছিল আবদুল বলে এক ব্যক্তির কাছে। কিন্তু তার আগেই বি এস এফের মহিলা শাখার হাতে ধরা পড়ে। তাঁকে জিগাস বাদ করা হচ্ছে। তার সাথে কারা কারা যুক্ত রয়েছে। সেইসাথে আজ তাপস দাস বলে এক ব্যক্তি কে বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দুই লাখ উনত্রিশ হাজার টাকা নিয়ে আসার সময় গ্রেফতার করে বি এস এফের টহলদারি বাহিনী। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা কড়া হওয়ার কারণে বহু অবৈধ কাজ সীমান্ত এলাকায় রুখে দিয়েছে।।

Daily Frontier News