Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বন্যা এলাকা ও ভেঙ্গে যাওয়া ব্রীজ পরিদর্শন করেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

 

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আকষ্মিক বন্যায়, ব্রিজ, ফসলী জমি, আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি।
অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নাসিরনগর উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানির চাপে ভেঙ্গে গেছে বুড়িশ্বর ইউনিয়ন চানপাড়া গ্রামের ব্রিজ, গোর্কণ কুন্ডা বেড়িবাঁধে কুকুরিয়া ব্রিজ ভেঙ্গে গেছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম সংবাদ পাওয়া মাত্র আজ ২০ জুন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, থানা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, খাদ্য কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। বন্যায় নাসিরনগরে মেঘনা, লংগন, বলভদ্র সহ বিভিন্ন নদ-নদীর পানি ফুলে ফেঁপে
৫/৬ ফুট বৃদ্ধি পেয়েছে।এতে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ১০ হাজার হেক্টর বোনা আমন, ২ হাজার ৯ শত হেক্টর রোপা আমন ফসলি জমি, ১ হাজার ৫ শত হেক্টর পাট জমি ও ৪৫৮ হেক্টর মৌসুমি শাক-সবজির ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা এখন দিশাহারা। উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া এ প্রতিনিধিকে জানান, বন্যার কারণে প্রায় ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যোগাযোগ বিছিন্ন। তাছাড়াও বন্যায় ৫০ টি পানি বন্ধি পরিবারকে শ্রীঘর এসইএসডিপি মডেল হাই বিদ্যালয়ে আশ্রয়ণ কেন্দ্র আনা হয়েছে এবং উপজেলা প্রশাসন কর্তৃক প্রতি পরিবারকে
১৫ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি আছি, আশা করছি ক্ষতিগ্রস্থ একটা মানুষও আমাদের সেবা থেকে বঞ্চিত হবে না।এদিকে উপজেলার ১০ টি কমিউনিটি ক্লিনিকও আশ্রয়ণ প্রকল্পের ঘরে বন্যার পানি উঠেছে।

Daily Frontier News