ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের সামরিক বাহিনীর জওয়ানদের অবসরের বয়স বাড়িয়ে দিয়ে অগ্নিপথের সৃষ্টি কারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তর রোড় অবরোধ করে ভারতের বামপন্থী ছাত্র সংগঠন। তাদের ছাত্ররা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অগ্নিপথের বিরুদ্ধে নারা দিতে থাকে। একসময় দিল্লির যন্তরমন্তর রোড় থেকে মিছিল ভারতের রাস্ট্রপতি ভবনের দিকে এগোতে থাকলে আধা সামরিক বাহিনীর সদস্যরা এবং দিল্লি পুলিশ তাদের গতিরোধ করে। সেই সাথে চলতে থাকে পুলিশের সাথে ধস্তাধস্তি। দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের হটাতে বল প্রয়োগ করে। এবং ঘটনার স্হান থেকে মোট ৪২,জন, বিক্ষোভকারীকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই সাথে অগ্নিপথের বিরুদ্ধে ভারতের বিভিন্ন যায়গায় বিক্ষোভ প্রদর্শন করে ভারতের জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলের নেতা ও কর্মীরা। কোথাও কোথাও রেল অবরোধ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের আচঁ এ যাতে কোথাও আইন ও শৃঙ্খলা নস্ট না হয়ে পড়ে তার জন্য প্রতিটি রাজ্যে কে ভারতের সরাস্ট্র মন্ত্রলায়ের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics