Daily Frontier News
Daily Frontier News

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে হাজার হাজার নারী

 

দলিল উদ্দিন গাজীপুর

 

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে এবার বিপুল সংখ্যক নারী অংশ নিয়েছেন। ইজতেমায় নারীদের অংশ নেওয়ার কোনো বিধান না থাকলেও আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই আসতে শুরু করেন। তারা ইজতেমা ময়দানের আশপাশ, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়ি ও বিভিন্ন দালানের ছাদে বসে আখেরি মোনাজাতে অংশ নেন।

রোববার ভোর থেকে নারীরা ইজতেমা ময়দানের পাশে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল মাঠ, ইজতেমা মাঠের পশ্চিম পাশে কামারপাড়া ও আশপাশের খোলা ময়দানে অবস্থান নেন। আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নেন।

টঙ্গী এরশাদ নগর এলাকার বাসিন্দা সালমা বেগম বলেন, বিশ্ব ইজতেমায় নারীদের অংশগ্রহণ না থাকলেও আমরা পর্দার সঙ্গে লাখ লাখ মুসিল্লদের সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছি। আল্লার কাছে নিজের, পরিবারের ও দেশের কল্যাণ কামনা করেছি।
বোর্ড বাজার এলাকা থেকে ইজতেমার মোনাজাতে আসা আলেয়া বেগম জানান, স্বামী-সন্তান সবাই ইজতেমা ময়দানে গেছে। আমিও শনিবার রাতে টঙ্গীতে আমার এক আত্মীয়ের বাসায় এসে আজ পর্দার সঙ্গে আখেরি মোনাজাতে শরিক হয়েছি।

Daily Frontier News