কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলা র মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর বন জেলা কমিটির মাইনরিটি র সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা সেলিম খানের স্বরণ সভায় সভার সামনে কান্নায় ভেঙে পড়েন তার স্মৃতি স্বরণ করতে গিয়ে। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বলেন যে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু অনুগত সাথী হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকেই। এবং তার বহু সঙ্গী তার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন কিন্তু মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য এবং সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন ও ভূমি র করমধক্ষ্য সেলিম খান জীবনের শেষ দিন পযন্ত তার সাথে ছিল। তার অকাল মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেছে মগরাহাট পশ্চিমের ব্লক রাজনৈতিতে। তার দক্ষতা ও অন্যান্য জন মুখী কর্মসূচি পালণের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠা অজর্ন করেছেন রাজনৈতিক জীবনে তিনি জেলা পরিষদের সদস্য এবং ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সেলিম খান তৃনমূল দলের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন মগরাহাট পশ্চিমে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি এবং পশ্চিম বাংলা র এসটি ও ওবেসি সেলের নেতা এবং সাবেক মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর করমধক্ষ্য এবং ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য নুরুজ্জামান সেখ বলেন যে দীর্ঘদিন ধরে তার সাথে কাজ করেছেন। তিনি হাসি মুখে সকলের সাথে কাজ করতেন। তার মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর খাদ্যের করমধক্ষ্য মারুফ লস্কর ও ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য সঙ্গীতা হালদার এবং তৃনমূল দলের অন্যতম নেতা সাজিদুল গায়েন এবং আই এন টি ইউ সি সভাপতি ফিরোজ পুরকাইত ও প্রধান আবদুর রহিম মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের নেতা নাজমুল দপ্তরি এবং এহসানুল মোল্লা সহ মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতৃত্ব। আজকের এই স্বরণ সভা টি পরিচালনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics