Daily Frontier News
Daily Frontier News

আধুনিক সাতক্ষীরার সপ্নদ্রষ্টা শহীদ স.ম আলাউদ্দিন’র কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

 

আল আমিন সরদার তালা উপজেলা প্রতিনিধিঃ-

 

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর, সিএন্ডএফ, চেম্বার অফ কমার্স, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা ও আধুনিক সাতক্ষীরা গড়ার সপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিনের কবরে ১৯জুন রবিবার সকাল সাড়ে ৯টায় ২৬তম মৃত্যু বার্ষিকীতে নগরঘাটা মিঠাবাড়ি কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো ও কবর জিয়ারত করা হয়েছে।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, তালা উপজেলা সভাপতি শেখ নূরুল ইসলাম।

এসময় সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা কৃষকলীগ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় ও দৈনিক পত্রদূতের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা মন্ডলির সভাপতি আনিসুর রহিম, উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, ডিবিসি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান, ইন্ডেপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক নেতা শহিদুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজিব, দৈনিক পত্রদূতের সিনিয়র রিপোর্টার আব্দুস সামাদ, বার্তা সম্পাদক সহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালেরচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, আল মামুন, সাংবাদিক মুনসুর রহমানসহ সাংবাদিক আল আমিন সরদার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

দোয়া মোনাজাত শেষে মেয়ে লায়লা পারভীন সেজুতি বাবার খুনিদের দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে দুস্কৃতিকারীরা তাকে গুলি করে হত্যা করে।

Daily Frontier News