Daily Frontier News
Daily Frontier News

জেলা-ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা  বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলী জমি দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।

 

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ-

ভারতের চেরাপুঞ্জিতে অতিবর্ষন।সিলেট ও সুনামগঞ্জের বন্যা।তাছাড়াও টানা তিন দিনের মুষলধারে বৃষ্টি আর উজানের পানি নেমে আসায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মেঘনা,ধলেশ্বরী আর লঙ্গন নদীতে হু হু করে করে বাড়ছে বন্যার পানি। মাত্র তিন দিনের ব্যবধানেই স্মরণকালের ভয়াবহ বন্যার আশঙ্কায় দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক গ্রামে।ইতি মধ্যে নিম্নাঞ্চলের অনেকেই হয়ে পড়েছে পানি বন্ধী।অনেক রাস্তাঘাট আর আমন ধানের ফসলী জমি তলিয়ে গেছে পানিতে।বন্যার পানিতে তলিয়ে যাওয়া অনেক রাস্তার উপরে ছোট ছোট ছেলে মেয়েদের জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে।মানুষের মাঝে বিরাজ করছে অজানা আতংক। আতঙ্কে নির্ঘুম রাত কাটছেএলাকার লোকজনের।অতি বৃষ্টি আর ভারী বর্ষনের ফলে নাসিরনগর সদর সহ বিভিন্ন হাট বাজারে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ছে জলাবদ্ধতা সেই সাথে জনদূর্ভোগ।উপজেলার বিস্তীর্ণ জনপদ চাতলপাড় চকবাজার ও বিলের পাড়ের বাসিন্দারা নদী গর্ভে বিলীন হওয়ার আতঙ্কে দিন যাপন করছে।
ইতিমধ্যে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল,শ্রীঘর,বুড়িশ্বর,ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক,আতুকোড়াও ধরমন্ডল ইউনিয়নের রোপা আর বুনা আমন ধান সব বন্যার পানিতে তলিয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানায় বুড়িশ্বর,ফান্দাউক আর ধরমন্ডল ইউনিয়নের প্রায় ২ হাজার হেক্টর বুনা আর রোপা আমন ধানের জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।কিন্তু বেসরকারী হিসেবে তা দ্বিগুনেরও বেশী বলে মনে করছে স্থানীয় কৃষকরা।

স্থানীয়রা জানান,গত বন্যা২০০৪ সালের বন্যাকে অতিক্রম করেছিল। এবারের বন্যা ১৯৮৮ সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। অবস্থা বেগতিক হলে যা অবস্থা ঠিকমত আশ্রয়ও পাবেনা তারা । তাই এখনই আশ্রয়স্থল খুঁজছে মানুষ।

ইতি মধ্যে বন্যার্তদের জরুরী চিকিসা সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্যে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপির সার্বিক তত্বাবধানে ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।আজ থেকে ওই টিম বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছে।

 

Daily Frontier News