Daily Frontier News
Daily Frontier News

প্রথমিক ট্রেড পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, ঠগ বাঁচতে গাঁ উজাড় বলল—কলকাতা হাইকোর্ট।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

পশ্চিম বাংলার প্রথমিক ট্রেড পরিক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে তার প্রমাণ দিনের পর দিন দীর্ঘ হতে চলেছে। এই পাহাড় সমান দুর্নীতি র তদন্তের ভার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিট গঠন করে সি বি আই এর হাতে। এই মামলার তদন্তকারী অফিসার দের দুর্নীতি খুজেঁ তা প্রমাণ সহ হাইকোর্টের কাছে পেশ করতে বলা হয়েছে। এবং এই দুর্নীতির সাথে যুক্ত ব্যাক্তিদের কোন ভাবে রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ ব্যানার্জী। তিনি বলেন যে পশ্চিম বাংলার প্রথমিক ট্রেড পরিক্ষায় ব্যাপক দুর্নীতি হয়ে এসেছে ২০১৪,সাল, থেকে ২০১৭,সাল, পযন্ত। তার মধ্যে ২০১৭,সালে, পশ্চিম বাংলার সরকার মোট ৪২,হাজার, প্রাথমিক শিক্ষক নিয়োগ করেন। যার মধ্যে প্রায় ১৭,হাজার, অকৃতকার্য পরিক্ষার্থীরা ঘুষের মাধ্যমে প্রায় ১০,থেকে, ১৫,লাখ, টাকার বিনিময়ে চাকরি তে নিয়োগ পেয়েছে। সেই ক্ষেত্রে কৃতকার্য ছাত্ররা চাকরি পায়নি । এই নিয়ে কলকাতা হাইকোর্টে রিট আবেদন জমা পড়েছে কৃতকার্য পরিক্ষার্থী দের পক্ষ থেকে। বিচারপতি অভিজিৎ ব্যানার্জী তিনি কৃতকার্য পরিক্ষার্থী দের ন্যায় অধিকার কে ফিরিয়ে দেওয়ার জন্য এবং অকৃতকার্য পরিক্ষার্থী দের চাকরি থেকে বরখাস্ত করে দেবার জন্য বিচার শুরু করে দিয়েছে। সরকার পক্ষ মুখ বাচাতে হাইকোর্টে একের পর এক বিচারপতি র দোর গোড়ায় ছুটছে অকৃতকার্য পরিক্ষার্থী দের বাচাতে। কারণ বহু ক্ষেত্রে টাকার বিনিময়ে এজেন্ট মারফত চাকরি দেওয়া হয়েছে অকৃতকার্য পরিক্ষার্থীদের। এই মামলার শুনানি আগামী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এ হবে।।

Daily Frontier News