Daily Frontier News
Daily Frontier News

পিরোজপুর – ১ আসনে পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হলেন শ ম রেজাউল করিম

 

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি :-

 

পিরোজপুর -১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোট পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট।

এডভোকেট শ ম রেজাউল করিম ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৮ সালের নির্বাচনের পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান। পরে তাকে ওই মন্ত্রণালয় থেকে সড়িয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। তিনি ‘ঈগল ‘ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

তিন উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড়ে ভোট পড়েছে ৪৫.২৮ শতাংশ। তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটকেন্দ্র ১৬৭টি এবং ভোটার সংখ্যা ১৬৬২০৫ জন।

Daily Frontier News