Daily Frontier News
Daily Frontier News

নিয়মনিতি ছাড়াই, চুকনগরে গড়ে উঠেছে অবৈধ জার পানির কারখানা ।

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।

চুকনগরে নামসর্বস্ব ট্রেড লাইসেন্সেই অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন কারখানার মুক্তি সেফ ড্রিংকিং ওয়াটার নামের বিশুদ্ধ পানি। এ ধরনের কারখানা নির্মাণে মানা হয়নি কোনো রকমের বিধিমালা। এসব কারখানা নির্মাণে সায়েন্স ল্যাবরেটরি, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনসহ জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসেস সার্টিফিকেট, শ্রমিকদের শারীরিক সুস্থতার সনদ, পরিবেশগত ছাড়পত্র ও কল-কারখানার সনদের বিধান থাকলেও এর একটিও নেই। কারখানাগুলোর নিজস্ব ল্যাব বা কেমিস্ট নেই।এসব বিধিবিধান অমান্য করেই অবাধে বিক্রি হচ্ছে মুক্তি সেফ ড্রিংকিং ওয়াটার কারখানার পানি।খোঁজ নিয়ে জানা গেছে, সায়েন্স ল্যাবরেটরি, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনসহ জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসেস সার্টিফিকেট, শ্রমিকদের শারীরিক সুস্থতার সনদ, পরিবেশগত ছাড়পত্র ও কল-কারখানার সনদ ছাড়াই পানি উৎপাদন আর বিপণন কাজ চালিয়ে আসছে মুক্তি সেফ ড্রিংকিং ওয়াটার ।১৫ জুন ২২ তারিখ সকাল ৯ ঘটিকার সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহরে জন্য মুক্তি সেফ ড্রিংকিং ওয়াটার কারখানার গেলে মালিক বাহিরে আসে বলে প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মচারী জানান । দায়িত্বরত কর্মচারীর কাছে কারখানা অনুমোদন আছে কী না জানতে চাইলে বলেন বিএসটিআই এর আবেদন করা আছে ।পরিবেশ ছাড়পত্র,কল-কারখানার সনদ,জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসেস সার্টিফিকেট, শ্রমিকদের শারীরিক সুস্থতার সনদ, কারখানাগুলোর নিজস্ব ল্যাব বা কেমিস্ট আছে কী তার কোন উত্তর দিতে পারিনি ।আবাসিক এলাকায় গড়ে ওঠা মুক্তি সেফ ড্রিংকিং ওয়াটার কারখানার নেই আগুন নেভানোর কোন ব্যবস্থা ।দায়িত্বরত কর্মচারী প্রতিনিধির একটি ভিজিটিং চায় । প্রতিনিধিকে বসতে বললে না বসে চলে আসে ।তথ্য সংগ্রহ করে ফিরে আসার কিছূ সময় পরে সকাল ৯.২৫ মিনিট সময়ে ০১৭১১০৭২২৫৩ ফোন আসে প্রথমে বলা হয় আপনি কোমল রাহা ,প্রতিনিধি বলেন বলছি ,মোবাইল অপর প্রান্ত থেকে বলে আপনি আমার অফিসে গিয়ে ছিলেন কেন ,প্রতিনিধি বলেন তথ্য সংগ্রহ করতে এ কথা বলার পর তিনি অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে ,জীবন নাশের হুমকি দেন । প্রতিনিধি কল রেকড করছে বুঝতে পেরে ফোন কেটে দেয় ।

Daily Frontier News