Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের উদ্যোগে খাদ্য সামগ্রী সহায়তা

বুড়িচং প্রতিনিধি। ।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল শহীদ মেম্বারের বাড়িতে আগুন লেগে ২টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে ।ঘটনাটি ঘটে ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে। উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের শহীদ মিয়ার বাড়ির মৃত জালাল মিয়ার বসত ঘরে আগুন লাগে। এতে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত হয় রান্না ঘর থেকে। পরে পাশে থাকা বসত ঘরে আগুনের লেলিহান শিখা লেগে মূল্যবান আসবাবপত্র চোকেস, আলমারি,বক্স খাট, একটি ফ্রিজ ও নগদ ২০ হাজার টাকা পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগে ততক্ষণে ঘরগুলো পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করে।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে পরিবার সূত্রে জানা যায়।
ঘটনার খবর শুনে বুড়িচং থানার এসআই নূরে আলম ও তার সঙ্গীয় ফোর্স গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে।

শনিবার ৩০ এপ্রিল বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ও উপজেলা কমিশনার(ভূমি) ছামিউল ইসলাম সরেজমিনে পরিদর্শন করে। এবং আগুনে পুড়ে যাওয়া দুটি ঘরের লোকজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী সহায়তা করেন। এ সময় রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান কাসেম মাস্টার ও ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল। প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, সয়াবিন তেল ২ লিটার, আলু ৩ কেজি, পিয়াজ ২ কেজি, চিনি ২ কেজি, সেমাই ২ প্যাকেট লবন ১ কেজি করে ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন কোনো সরকারি বরাদ্দ পেলে তা অগ্রাধিকার ভিত্তিতে তাদের পৌছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি।

Daily Frontier News