Daily Frontier News
Daily Frontier News

দীর্ঘ সময়ের অবকাশ, চালু হতে চলেছে ডায়মন্ডহারবার থেকে দিঘা ও পুরী ক্রুজ পরিসেবা

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আর রেলওয়ে পথে দীর্ঘ সময় ধরে কলকাতা থেকে দিঘা ও উড়িষ্যার পুরীতে যেতে হবে না। পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত ডায়মন্ডহারবার পৌরসভা র পক্ষ খুব শীঘ্রই চালু করতে চলেছে ডায়মন্ডহারবার দিঘা, এবং ডায়মন্ডহারবার পুরী ক্রুজ ট্রিপ পরিসেবা। এমন খবর পাওয়া গেছে ডায়মন্ডহারবার পৌরসভা র পক্ষ হতে। যদি এমন ক্রুজ ট্রিপ পরিসেবা চালু হয় তাহলে সহজেই ডায়মন্ডহারবার হুগলি নদীর তীর থেকে দিঘা যেতে সময় লাগবে মাত্র ১ঘন্টা, ২০মিনিট। সেই সঙ্গে ডায়মন্ডহারবার থেকে উড়িষ্যার পুরী ক্রুজ ট্রিপ পরিসেবা প্রদান করা হবে মাত্র ছয় ঘন্টা র মধ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। তবে ডায়মন্ডহারবার থেকে দিঘা যেতে এবং ডায়মন্ডহারবার থেকে পুরী ক্রুজ ট্রিপ পরিসেবা প্রদান করতে কত টাকা খরচ হবে তা এখনও ঠিক হয়ে ওঠেনি। সব ঠিক থাকলে আগামী ২০২৪শে, ডায়মন্ডহারবার হুগলি নদীর তীর থেকে দিঘা ও পুরী ক্রুজ ট্রিপ পরিসেবা চালু করা হবে। এই কাজে সহায়তা করছেন তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার এম পি শ্রী অভিষেক ব্যানার্জী এবং ডায়মন্ডহারবার বিধান সভার বিধায়ক এবং তৃনমূল দলের অন্যতম নেতা শ্রী পান্নালাল হালদার। সেই সঙ্গে ডায়মন্ডহারবার পৌরসভা ও ডায়মন্ড হারবারের এস ডি ও এবং ডায়মন্ডহারবার মহাকুমাপ্রশাসক। এর ফলে অতি অল্প সময়ের মধ্যে ডায়মন্ডহারবার থেকে দিঘা এবং পুরী পৌঁছে যেতে পারে ভ্রমণ পিপাসুরা। আগামী দিনে দেশের এবং বিদেশী মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়তে পারে।।

Daily Frontier News