Daily Frontier News
Daily Frontier News

১৭ ডিসেম্বর লাকসাম আসছেন হাবিবুর রহমান যুক্তিবাদী

জামাল উদ্দিন স্বপন কুমিল্লা 

নব্বই দশকের সাড়া জাগানো ইসলামিক বক্তা, প্রখ্যাত আলেমেদ্বিন, হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী লাকসাম আসছেন। ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার বাদ এশা লাকসামের ঐতিহ্যবাহী বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে তিনি বয়ান করবেন।
বহু বছর পর বৃহত্তর লাকসামে এটিই তার প্রথম প্রোগ্রাম।
যারা আগে তার ওয়াজ টেপরেকর্ডারে শুনতেন, ওইসব ভক্ত ও সমর্থকরাও এখন বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন।
প্রবীণ এই ইসলামী বক্তার আগমনে লাকসামে যুক্তিবাদীর ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

Daily Frontier News