নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
ভারতে মহানবী হযরত (সাঃ) এর শানে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর হযরত শাহজালাল লতিফিয়া (আইডিয়াল) ক্যাডেট মাদ্রাসার উদ্দ্যোগে সোমবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মুজাহিদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় মাদ্রাসা পাঙ্গন থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে বেতাপুর, উলুকান্দি, আউশকান্দি মাদ্রাসা পয়েন্ট হয়ে হীরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঢাকা- সিলেট মহা সড়ক হয়ে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে জড়ো হয়ে এক পথ
সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার, অন্যান্য শিক্ষক, ইউপি, বিভিন্ন রাজনীতিক নেতাকর্মী, শ্রমিক নেতা সহ নানান পেশার ধর্মপ্রাণ হাজারো মুসল্লীর অংশ গ্রহনে উত্তাল হয়ে ওঠে আউশকান্দি এলাকা সহ মহা সড়ক।
সভা শেষে মহা সড়কের মধ্য স্থানে কুলাঙ্গার মুদির একটি পুস্ততলিকা দাহ্ করে জুতা মারে বিক্ষোভত্ত্ব
শিক্ষার্থী সহ জনতা। পরে পূর্ণঃরায় বিক্ষোভ বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ আমজনতার সভা সম্পন্ন হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics