Daily Frontier News
Daily Frontier News

হবিগঞ্জ-১ আসনে আলীগ-জাপা ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, মোটরসাইকেল শ্লোডাউন

 

বুলবুল আহমেদ: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)

 

আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও দুই স্বতন্ত্র প্রার্থী।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ-বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

সূত্রে প্রকাশ, দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুপম দাস অনুপের হাতে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ। অন্যদিকে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সাবেক সংরক্ষিত আসনে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। কেয়া নির্বাচনে আসার খবরে তীনমূল নেতাকর্মী সহ আমজনতা মধ্যে চাঞ্চল সৃষ্টি হয়ছে।

Daily Frontier News