Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি’র মনোনয়ন পত্র দাখিল

 

এস.এম দুর্জয় গাজীপুর প্রতিনিধি:-

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন প্রায়াত সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.রহমত আলীর সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি। বৃহস্পতিবার(৩০ নভেম্বর)নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ২০১৮ সংসদ নির্বাচনে অধ্যাপিকা রুমানা আলী টুসি সংরক্ষিত আসনের এমপি,তিনি আচরণবিধি মেনে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ সকাল সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা,ও বিশেষ দোয়ার আয়োজন করেন।শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো:আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি।গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.জামিল হাসান দুর্জয়,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:এ্যাড.সামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি এ,শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু,গাজী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ মৃধা,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর,কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক আজিজ।এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী,গাজীপুর জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সোলাইমান হক,শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহসাধারণ সম্পাদক রুহুল আমীন খানসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Daily Frontier News