Daily Frontier News
Daily Frontier News

নাঙ্গলকোটে হাজী আবদুল ছাত্তার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা—২০২৩ অনুষ্ঠিত

জামাল উদ্দিন স্বপন কুমিল্লা 

কুমিল্লার নাঙ্গলকোটে হাজী আবদুস ছাত্তার ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান (প্যানেল চেয়ারম্যান এবং মেম্বার ৩নং ওয়ার্ড ৫নং রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ) এর অর্থায়নে নূরানী তৃতীয় শ্রেনীর বৃত্তি পরীক্ষা—২০২৩ অনুষ্ঠিত হয় । এতে অংশ নেয় উপজেলার ৩৭টি প্রতিষ্ঠানের ৪৫৮ জন ছাত্র/ছাত্রী। এতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে ৫ জন, সাধারণ বৃত্তি প্রাপ্ত হয় ২০ জন, সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয় ১৮ জন। সর্বমোট বৃত্তি প্রাপ্ত হয় ৪৩ জন শিক্ষার্থী। অংশ নেয়া ৩৭টি প্রতিষ্ঠান হলো মক্রবপুর নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা, গোমকোট নুরুল হাসান আল কুরআন একাডেমী, মক্রবপুর সাওতুল কোরআন দাখিল মাদ্রাসা, কাজী জোড়পুকুরিয়া অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্যাহ র: মডেল মাদ্রাসা, পৈশাগী পূর্বপাড়া তালিমূল কুরআন মাদ্রাসা, দায়েমছাতি নেছারিয়া দারুস সুন্নাত মাদ্রাসা, তিলিপ নারুয়া তালিমুল কুরআন মডেল মাদ্রাসা, বাঙ্গড্ডা বাইতুন্নাজাত দারুন সুন্নাত দাখিল মাদ্রাসা, ছুপুয়া বাজার আশ্রাফুল ইসলামিয়া মাদ্রাসা, নাঙ্গলকোট নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা, ঝাটিয়াপাড়া তাহসিনুল কুরআন মাদ্রাসা, তিলিপ দারুসুন্নাত গণিয়া ট্রাস্ট, অলিপুর মোহাম্মদিয়া সুফিয়া হা:ও নুরানি মাদ্রাসা, আশারকোটা দারুসুন্নাত ইসলামিয়া মাদ্রাসা, দক্ষিণ মাহিনী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা, দক্ষিণ শ্রীহাস্য হযরত সিদ্দিক আলী হাফেজিয়া নুরানী মাদ্রাসা, রায়কোট বায়তুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, বাঙ্গড্ডা পূর্ব বাজার আল ইরফান ইসলামিয়া মাদ্রাসা, ঢালুয়া জামিয়া জমিরিয়া ইসলামিয়া মাদ্রাসা, অশ্বদিয়া তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা, ছিলইন আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুস সালাম, কাদবা রহমানিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা, নাওগোদা ইসলামিয়া মাদ্রাসা, কেন্দ্রা দারুত তাকওয়া রহমানিয়া মাদ্রাসা। পূনাঙ্গ তথ্য ও ফলাফল পরবতীর্তে জানিয়ে দেয়া হবে। তবে সফল ভাবে সম্পন্ন করতে পেরে আল্লাহ পাকের নিকট শুকরিয়াও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজী আবদুল ছাত্তার ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান , ফাউন্ডেশন পরিচালক আবুল হাসেম, পরিক্ষা নিয়ন্ত্রক মরকটা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক নজরুল ইসলাম, কেন্দ্র সচিব বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মো: শাহ জালাল প্রমুখ। বৃত্তিপ্রাপ্তরা হলেন, সাদিয়া সুলতানা শশী, রাকিবুল হাসান, মো: আনাস, তামিম হোসেন, আল আমিন হোসেন, ফাহমিদা আক্তার প্রমি, নাইমুল ইসলাম নবান্ন, আল আমিন সাইফ, আরাফাত হোসেন, নাঈমুল হাসান মাঈদ, জোনায়েদ হোসেন, আজহারুল ইসলাম পারভেজ, তাসনিম সুলতানা, সালমান হাজারী, জাওয়াদ আখন্দ, তামিম ইকবাল, আয়মান আশফাক, সৈকত হোসেন, মাইশা বিনতে আরেফিন প্রমুখ। অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্যামিরখিল হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে গত শনিবার ২টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Daily Frontier News