Daily Frontier News
Daily Frontier News

আজ বারুইপুর জেলা পুলিশের নতুন ইনফ্রোজমেন্ট ভবনের শিলান্যাস করলেন এস পি পলাশ চন্দ্র ঢালি।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে আজ বারুইপুর খাস মল্লিকে ইনফ্রোজমেন্ট ভবনের নতুন ভবনের শিলান্যাস করা হয়। বৃহত্তর বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত সুদূর বাংলাদেশ লাগোয়া গভীর সুন্দর বন এলাকার ছোট মোল্লা খালি কোস্টাল থানা থেকে শুরু করে গোসবা এবং জাম তোলা এলাকা জুড়ে বিস্তৃত এই সাগর ও নদী নালা নিয়ে গঠিত বারুইপুর জেলা পুলিশ। তার মধ্যে অনেকটা পড়েছে গ্রেটার কলকাতা থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান এলাকা ভাঁঙড় ও ক্যানিং পূর্ব ও পশ্চিম এবং কলকাতা লাগোয়া সোনাপুর থানা পুলিশ পড়েছে। যায় ফলে কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। এর থেকে বেরিয়ে আসে ভালোভাবে কাজ করার জন্য এই নতুন ইনফ্রোজমেন্ট ভবনের শিলান্যাস করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালি আই পি এস। এবং বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার শ্রী ইন্দ বরন ঝা আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের আই বি বিভাগের পুলিশ সুপার মাসুদ হোসেন ও ডি আই বি পুলিশ সুপার মোহিত মোল্লা এবং পাথ ঘোষ ও শ্রী অভিষেক বলিটর এবং বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক পুলিশ সুপার সুমন্ত কান্তি পাঠরি এবং বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক পুলিশ ইনচার্জ খালেকুজ্জামান। এছাড়াও অন্যান্য পুলিশ অফিসার উপস্তিত ছিলেন।।

Daily Frontier News