মোঃ ফজলুল করিম সবুজ (নওগাঁ) –
নওগাঁর মান্দা,আত্রাই ও রাজশাহীর বাগমারা সীমান্তে উত্তর জামালপুরে ফকিন্নি নদীর তীর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উত্তম কুমার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত উত্তম কুমার আত্রাই হাটকালুপাড়া গ্রামের অজিত কুমারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকালে জমির সবজি বিক্রি করতে ফতেপুর বাজার যায়। তারপর আর বাড়ি ফেরেনি। কিছুদিন পূর্বে উত্তম কুমারের ১৫ বছরের সন্তান পানিতে পড়ে মৃত্যু হয়। অতি দরিদ্র মানুষ হওয়ায় তার কোন শত্রু নাই বলে জানান। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করে বের করতে প্রসাসনের কাছে মিনতি জানান।
মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, লাশ বাগমারা এলাকায় পড়ে থাকায় বাগমারা থানাকে অবিহিত করেছি।
বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ্ব মোয়াজ্জেম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics