Daily Frontier News
Daily Frontier News

দোকান ভাড়া দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

 

নিজস্ব প্রতিনিধি:-

 

রাজধানীর খিলক্ষেত থানার এলাকায় দোকান ভাড়া দেওয়ার নামে এক বাড়িওয়ালার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । ভুক্তভোগী মো: নাজির মোল্লা বলেন- গত ১ নভেম্বর ২০২২ ইং তাইজুল ইসলাম পিতা মৃত – গিয়াস উদ্দিন ঠিকানা – ক- ৭১ , খিলক্ষেত খাপাড়া , খিলক্ষেত ঢাকা- ১২২৯ , তার কাছ থেকে দোকান ভাড়া নেওয়ার জন্য তিনশত টাকার স্ট্যাম্পে চুক্তি হয় । স্ট্যাম্প নং খঠ ৭১8১৭৫৬, খঠ ৭১8১৭৫৭, খট ৭8৭৮8৯৬ এই তিনটি স্টাম্পের মাধ্যমে চু্ক্তি হয় । চুক্তি অনুযায়ী জামানত বাবদ ২ লক্ষ টাকা দোকান মালিক তাইজুল ইসলাম কে প্রদান করা হয় যা চুক্তির মেয়াদ শেষে ফেরত দেওয়ার কথা রয়েছে । তবে টাকা নেওয়ার পরে দোকান মালিক আর আমাকে দোকান দেননি এবং টাকাও ফেরত দেননি। উক্ত স্টাাম্পে স্বাক্ষী হিসেবে ৩ জনের নাম রয়েছে এর মধ্যে আমির হোসেন নামে একজন । স্বাক্ষী আমির হোসেন বলেন আমার সামনে গত ১ নভেম্বর ২০২২ইং দুই লক্ষ টাকা দোকান মালিক তাইজুল ইসলামকে বুঝিয়ে দেন মো: নাজির মোল্লা কিন্তু দোকান মালিক আর নাজির মোল্লা কে দোকান বুঝিয়ে দেননি এবং টাকাও ফেরত দেননি। আল্লাহর দান বিরানি নামে দোকানটি চালানোর কথা ছিল। বাাপারে জানতে দোকান মালিক তাইজুল ইসলাম কে তার মুঠো ফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Daily Frontier News