Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী পাইকারচর মেঘনা ফাঁড়ির যৌথ অভিযানে কারেন্ট জাল সহ ২জন আটক

 

আ: ছাত্তার মিয়া নরসিংদী:-

 

নরসিংদী:নরসিংদী পাইকারচর মেঘনা ফাঁড়ি এস আই ছামাদ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযানে কারেন্ট ২ হাজার কারেন্ট জালসহ সহ ২জন আটক।জানা যায় গত:১৭/১০/২৩ইং মামলা নং ১৬ টিটিরচর গ্রামের পশ্চিম পাশে মেঘনা নদীতে মো: আমান (২২) নামে একজন গ্রেফতার করা হয় এবং এক হাজার মিটার কারেন্ট জাল সহ এবং আরেকজন পালিয়ে যায়। একইদিন মামলা-নং ১৭ মৎস্য আইনে ভঙ্গারচর গ্রামের সামনে মেঘনা নদী হতে ১হাজার মিটার কারেন্ট জাল সহ মোঃ ফারুক মিয়া(২৪) নামে একজন গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে চালান দেয়া হয়েছে বলে জানা যায় ভঙ্গারচর ফাঁড়ি পুলিশ সুত্রে। এছাড়াও ভঙ্গারচর ফাঁড়ি পুলিশ নিয়মিত তাদের অভিযান অব্যাহত রেখেছেন, যেকোন অন্যায় অবিচার এবং নদীপথে সকল ধরনের আইনি কার্যক্রম পরিচালনা করে আসছেন সুষ্ঠুভাবে বলে জানা যায়।

Daily Frontier News