নরসিংদী থেকে মাসুদ রানা
বিএনপি যুগ যুগ ধরে সন্ত্রাস করে আসছে। বিএনপি একটা সন্ত্রাসী দল আর জামায়াত হলো যুদ্ধাপরাধী দল। তাদের কথা কেউ শুনেনা। যারা বাসে আগুন দেয়, তাদের ধরে সেই আগুনেই ফেলে দিন।
গতকাল রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণ করার প্রত্যয় নিয়েই এদেশে ফিরে এসেছি। আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে আর বিএনপি ধ্বংস করে।
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। দেশের জনগণের জন্য আমরা সব ধরনের উন্নয়ন কাজ করে যাচ্ছি। অপরদিকে, বিএনপি-জামায়াত করে যাচ্ছে আগুন সন্ত্রাস ও ধ্বংসের কাজ। তাদের কাজই হচ্ছে ধ্বংস করা, দেশকে পিছিয়ে নেওয়া।
ইসরাইলিরা ফিলিস্তিনের ওপর যে নির্মম হত্যাকান্ড চালাচ্ছে সেব্যাপারে বিএনপিরা কিছু বলে না। কারণ, ইসরাইলিরা যেভাবে ফিলিস্তিনিদের বাড়ি-ঘর-হাসপাতালে বোমা নিক্ষেপ করে তাদের নিধন করছে, বিএনপির সন্ত্রাসীরা ঠিক সেভাবে এদেশের সাধারণ মানুষের উপর হামলা করছে। এখন বলতে হয়
তারা ইসরাইলীদের জারজ সন্তান কি না?
প্রধানমন্ত্রী তাঁর পরিবার,স্বজনদের নির্মম হত্যকান্ডের স্মৃতি বিজড়িত কথা স্মরণ করে বলেন, প্রিয় নরসিংদীর ভাই ও বোনেরা আমার, ‘আমি আমার পিতা,মাতা,ভাই,পঙ্গু মুক্তিযোদ্ধা চাচা হারিয়েছি। আমরা দুই বোন ছাড়া পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার কাছে আপনারা ছাড়া আর কেউ নেই। আমি যা করছি, আপনাদের জন্য, দেশের জনগণের জন্য করছি ।
তিনি বলেন, আমরা সকল শ্রেণি পেশার মানুষের জন্য সুবিধার ব্যবস্থা করে দিয়েছি। গ্রামীণ রাস্তা-ঘাট থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি। কথা দিয়েছিলাম ঘরে ঘরে আলো জ্বলবে, আমরা সেই কথা রেখেছি। এখন দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা গ্রহণ করা হচ্ছে। ভর্তুকি দিয়ে দেশের মানুষের জন্য খাদ্য পণ্য স্বল্প মূল্যে সরবরাহ করে যাচ্ছি।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০০৭ সালে তারেক রহমান মুচলেখা দিয়েছিল আর কোনো দিন রাজনীতি করবেনা । এখন লন্ডনে পালিয়ে থেকে দেশে আগুন দিয়ে গাড়ি পোড়ার কথা বলে। তাকে আমি বলতে চাই ‘আরে বেটা তোর যদি সাহস থাকলে বাংলাদেশে আসিয়া রাজনীতি কর ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics