Daily Frontier News
Daily Frontier News

গাজীপুর প্রেসক্লাবে আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালিত

 

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ-

প্রয়াত শ্রমিক নেতা ও আওয়ামী লীগ নেতা গাজীপুর-২ আসনের সাবেক এমপি আহসান উল্লাহ মাষ্টার এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সহসভাপতি এম এ সালাম শান্ত, নির্বাহী সদস্য এম এ ফরিদ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কোষাধ্যক্ষ সাদেক আলী, এ্যাডঃ আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, গাজীপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, নির্বাহী সদস্য মোঃ রাকিবুল আলম সহ ক্লাবের অন্যান্য সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

Daily Frontier News