Daily Frontier News
Daily Frontier News

কাস্টম কর্মকর্তা এলো গ্রেপ্তার হলো ইদুর ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি থ্রিপিস চাদর বাংলাদেশ বর্ডারে

 

 

এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় বিপুল পরিমান ভারতীয় শাড়ি,থ্রিপিস চাদর আটক করেছে বিজিবি’র সদস্যরা। গতকাল রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্ক্যানার রাস্তার উপর যানবাহন তল্লাশী করে একটি ট্রাকে আটক করেন।

এদিকে আজ সকাল ৯ টার দিকে বিজিবি, ম্যাজিস্ট্রেট,পুলিশ,কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে এ সময় ২১০ বস্তা চায়না ক্লে পাউডার এর নিচে ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১৬৩৫ পিস শাল চাদর জব্দ করা হয়।

আজ, (৮ নভেম্বর) বুধবার দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন,৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি উক্ত একালা দিয়ে চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিপেক্ষিতে বিজিবি’র একটি চৌকশ টহল দল তল্লাশি শুরু করে এ সময় উক্ত ট্রাকটিকে সংকেত প্রদান করলে ট্রাকটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়।

৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া আরও বলেন,অস্ত্র,গোলাবারুদ,মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আটককৃত মালামাল চাঁপানবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আমরা অটল।

Daily Frontier News