কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট (পশ্চিম পাড়া) গ্রামে একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মৃ’ত্যুর ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে আলম মেম্বারের বাড়িতে সুরুজ মিয়ার পুকুরের ঘাটলায় গোসল করতে গিয়ে এমন দুর্ঘটনা শিকার হয় ওই তিনি শিশু।
মৃ’ত আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) সালাম মিয়া ও রহিমা বেগমের মেয়ে। অপর আরেক শিশু সাদিয়া আক্তার (৭) একই বাড়ির সালাম মিয়ার ভাই কাউসার মিয়া ও সীমা আক্তারের মেয়ে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics