Daily Frontier News
Daily Frontier News

ভাইস চেয়ারম্যানের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

 

 

চট্টগ্রাম ব্যুরোচীফ

 

ভাইস চেয়ারম্যানের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলির করা মামলায় মিনহাজুল আবেদীন বিজয় (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিনহাজুল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব আছেন। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা, বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ব্যক্তিগত মানহানি ও রাজনৈতিক অনুসারীদের মধ্যে অসন্তোষ, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আছে।

এর আগে রোববার রাতে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনহাজুল ওই এলাকার খয়রাতী মেম্বার বাড়ির মো. সেলিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, ২০২১ সালের ২০ মার্চ সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি মোছাম্মৎ সাদিয়া প্রকাশ সনি সিনহা ও মিনহাজুল আবেদীন বিজয় নামে দুজনকে আসামি করে সীতাকুণ্ড থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে অপপ্রচার করার অভিযোগ আনা হয়েছে।

একই সঙ্গে আসামিদের কর্মকাণ্ডে বাদীর রাজনৈতিক অনুসারীদের মধ্যে অসন্তোষ, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, মিনহাজুল আবেদীন বিজয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, বিজয় ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করেন। বিভিন্ন নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ভাইস চেয়ারম্যানের করা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুর উদ্দিন বলেন, আসামি মিনহাজুল আবেদীন বিজয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মঙ্গলবার মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

Daily Frontier News