Daily Frontier News
Daily Frontier News

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ দুইপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ

 

কুমিল্লা  সংবাদদাতা-

বিএনপি’র জ্বালাও পোড়াও ও অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে নাঙ্গলকোটে আওয়ামী লীগের দুই পক্ষের দুই জায়গায় পাল্টাপল্টি শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । সোমবার উপজেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে শান্তি মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার,মফিজুর রহমান হক চেয়ারম্যান,মজিব চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান বাছির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদকসাইফুদ্দিন আলমগীরচেয়ারম্যান,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপর দিকে, সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ব্যানারে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু’র নেতৃত্বে আরেকটি সমবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশেবক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি একবারে নগন্য।
উল্লেখ্য, চলতি বছরের ২৬মার্চ অধ্যক্ষ আবু ইউসুফকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।
অপরদিকে রফিকুল হোসেনকে আহবায়ক ও অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়া সহ ছয়জনকে যুগ্ম-আহবায়ক করে ১০১ সদস্যের নতুন একটি কমিটির তালিকা ৫নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার ফেসবুক আইডিতে থেকে প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখ আছে বিগত ১১ ডিসেম্বর ২০২২ ও ২৬ মার্চ ২০২৩ এর উভয় কমিটি এবং তাদের গঠিত ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।

Daily Frontier News