Daily Frontier News
Daily Frontier News

দেবীদ্বারে সাইতলা জনকল্যাণ সংগঠনের অর্থায়নে অসচ্ছল পরিবারকে গরুর বাছুর ও নগদ অর্থ বিতরন

 

 

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার কুমিল্লা:-

 

কুমিল্লার দেবীদ্বারের সাইতলা জনকল্যাণ সংগঠনের অর্থায়নে এলাকার দরিদ্র ও আর্থিক অসচ্ছল পরিবার কে স্বাবলম্বীকরন প্রকল্পের আওতায় ০৬ টি গরুর বাছুর,নগদ অর্থ বিতরণ ও ৪ চাঁর বছরের জন্য পর্তন হিসেবে জমি দেওয়া হয়।

শুক্রবার ১০ ই জুন সকাল ১০ ঘটিকার সময়
সাইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাইতলা গ্ৰামের আর্থিক অসচ্ছল পরিবারের মধ্যে ৬ টি গরুর বাছুর,নগদ অর্থ ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ৪ চাঁর বছরের জন্য পর্তন হিসেবে জমি দান করেছেন সাইতলা জনকল্যাণ সংগঠনের কার্যকরী পরিষদ এর সদস্যরা।

সাইতলা জনকল্যাণ সংগঠনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক মাস্টারের সঞ্চালনায়,সাইতলা জনকল্যাণ সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন,সাইতলা জনকল্যাণ সংগঠন এর কার্যকরী পরিষদের উপদেষ্টা শফিকুল ইসলাম, মোস্তফা মাস্টার, সহ-সভাপতি মোঃ এনামুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুল বাশার, শিক্ষা বিষয়ক সম্পাদক সুখেন চন্দ্র সরকার, কার্যকরী পরিষদের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ খালিদ হাসান, সদস্য মোঃ আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবদুর রব, মোঃ তাজুল ইসলাম মাস্টার মোঃ নজরুল ইসলাম প্রমূখ ।

৬ টি গরুর বাছুর গ্রহীতাদের মধ্যে সাইতলা মধ্য পাড়ার ব্যাপারী বাড়ীর মোঃ শাহজাহান (মালু),উমেদ আলী হাজ্বী বাড়ীর মোঃ শফিকুর রহমান,বড় বাড়ীর মরহুম আঃ হালিম এর স্ত্রী রোকসানা বেগম, তাজমন্দের বাড়ীর মরহুম আবদুল জলিল এর মেয়ে শিল্পি বেগম,এবাদুল্লাহ সরকার বাড়ীর নুরুল ইসলাম,কামাল হোসেন।
সাইতলা গ্ৰামের দরিদ্র অস্বচ্ছল পরিবারের মধ্যে চানবক্সী বাড়ীর মোসাঃ খোদেজা বেগম নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। সাইতলা গ্ৰামের নয়া বাড়ীর মোঃ কামাল হোসেন কে দোকান বাবত সহযোগীতা করা হয় এবং নবালী সরকার বাড়ীর আমির হোসেনের পরিবারটি স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ৪ চাঁর বছরের জন্য পর্তন হিসেবে জমি দেওয়া হয়।

Daily Frontier News