চুনারুঘাট প্রতিনিধিঃ-
চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাভীর মৃত্যু হয়৷
জানা যায়, পীরের গাঁও গ্রামের মালেক মিয়ার শাহীওয়াল গাভীটি গর্বভতি থাকা অবস্থায় চিকিৎসার প্রয়োজন হলে পশু চিকিৎসক শাহজাহান মিয়া এর চিকিৎসা করেন। চিকিৎসার পর গাভীটির পেট থেকে মরা বাছুর বের করা হয়। এমতাবস্থায় গাভীটির অবস্থার অবনতি হলে ডাক্তার পুনরায় চিকিৎসা করে। পুনঃ চিকিৎসার পর গাভীটির অবস্থার গুরুতর অবনতি হলে আজ বুধবার বিকেলে গাভীটি মারা যায়। তার শরীরে ফুলা ধরেছে। এবং মলদ্বারে রক্ত ঝরছে বলে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পশু চিকিৎসক শাহজাহান বলেন, এই গরুটির চিকিৎসা আমিও করেছি ডাক্তার আকবর সাহেবও করেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics