ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া ২৩শে সেপ্টেম্বর ২০২৩ইং, রোজ শনিবার খাঁটিহাতা হাইওয়ে থানা ব্রাহ্মণবাড়িয়া অফিসার্স ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর দিকনির্দেশনা এ এস আই(নিঃ) মোঃ আব্দুল কাদির সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কে জরুরী মোবাইল-১ ডিউটি করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বিশ্বরোড় মোড় সংলগ্ন কুট্টা পাড়া সাকিনস্থ ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
. এ সময় (১)জুনাঈদ মিয়া@ শুভ (২১), পিতা- ফারুক, মাতা- ইয়াসমিন, সাং- সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়ি এবং (২)মোছাঃ শিল্পী (২৫), স্বামী- মুসা মিয়া, পিতা- মস্তুু মিয়া, সাং- সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়িদ্বয়কে আটক করে। তাদের বডি ও কোমড়ের মধ্য থেকে মাদক জাতীয় দ্রব্য গাঁজা ০২ কেজি করে মোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
. উক্ত বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, আমাদের মিডিয়া প্রতিনিধি কে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। মাদকের বিষয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে,আমাদের পাশে থাকুন। মাদকদ্রব্য আইনে মামলা রজু আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics