Daily Frontier News
Daily Frontier News

দেওভোগে শ্রী শ্রী ত্রিনাথ ঠাকুরের ব্যানারে অনুষ্ঠিত হলো দিন ব্যাপী মেলা

 

নিজস্ব সংবাদদাতাঃ-

 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ দিঘীর উত্তর পার বাজার ব্যবসায়ীদের উদ্যোগে শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দির সংলগ্ন স্হানে প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রী শ্রী ত্রিনাথ ঠাকুরের ৫ম বারের মতো দিন ব্যাপী অনুষ্ঠিত হলো শ্রী শ্রী ত্রিনাথ ঠাকুরের মেলা ।

৩রা আশ্বিন ১৪৩০বাংলা ২১সে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্ত বৃন্দের জন্য ছিলো ভক্তি মূলক কীর্তন। কীর্তন শেষে ভক্তদের মাঝে বাজার কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় আয়োজক কমিটির পক্ষে থেকে উপস্থিত ছিলেন শ্রী কালা চাঁন বর্মন, শ্রী হরে রাম দাস,শ্রী শংকর চন্দ্র বর্মন, শ্রী উত্তম সাহা,শ্রী সঞ্জিত কুমার দে, শ্রী সংগ্রাম দাস,শ্রী উত্তম চন্দ্র দাস, শ্রী রাম চন্দ্র বর্মন, শ্রী সুশীল চন্দ্র দাস, শ্রী সুকুমার বর্মন, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস সহ স্হানীয় এলাকার অনেক ধর্মপ্রান ভক্তবৃন্দ।

Daily Frontier News