Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হরিণধরা উচ্চ বিদ্যালয়ে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বুড়িচং প্রতিনিধি।।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, হরিণধরা উচ্চ বিদ্যালয়ে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে মতবিনিময় বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা যুবলীগের সহ সভাপতি হাজী মোঃ তারেক হায়দার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খন্দকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিন,ময়নামতি ইউপি সদস্য হবিউল্লাহ হবি,মোকাম ইউপি সদস্য মোঃ জাকির হোসেন সাংবাদিক ,অভিভাবক প্রতিনিধি জহিরুল ইসলাম বাচ্চু,আজহারুল ইসলাম চৌধুরী, মোঃ জাকির হোসেন, মোঃ ইদ্রিস মিয়া ভুঁইয়া, মোসাঃ শিপু বেগম,আশিষ চন্দ্র সাহা।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা মন্ডলী এবং উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অপর দিকে একই ইউনিয়নের হিরণধরা উচ্চ বিদ্যালয় ও বুড়িচং থানার যৌথ আয়োজন মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিষ্ঠানের হলরুমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খন্দকার। সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবদুল মালেক ভুঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে মোঃ ইমাম হোসেন ও এম ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।বিশেষ অতিথি রাখেন দেবপুর ফাঁড়ির এসআই রুহুল আমিন। ময়নামতি ইউপি সদস্য হাবিবউল্লাহ হবি, মোকাম ইউপি সদস্য মোঃ জাকির হোসেন সাংবাদিক। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেন, মাওলানা আমির হোসেন, সহকারী শিক্ষক ময়নাল হোসেন, গৌরাঙ্গ চক্রবর্তী, উমর ফারুক চৌধুরী, দেলোয়ার হোসেন, নাছিমা আক্তার, রাইয়ানা আক্তার,রাজিব চন্দ্র দাশ।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Daily Frontier News