Daily Frontier News
Daily Frontier News

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবী সুলতান মোকামীর স্মরণসভা অনুষ্ঠিত হল উস্তি র আজাদ ক্লাবে।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্হি আজাদ ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণসভা। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবী সুলতান মোকামী দীর্ঘদিন ধরে শিক্ষা জগতের সাথে জড়িত ছিলেন। সাথে সাথে তিনি মগরাহাট পশ্চিমের বিভিন্ন সমাজ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। মগরাহাট পশ্চিমের ঐতিহাসিক যে আজাদ ক্লাব ছিল , তার গোড়াপত্তন করেন এই মরহুম সুলতান মোকামী। তিনি দীর্ঘদিন ধরে আজাদ ক্লাবের সম্পাদক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সাথে সাথে তিনি আজাদ ক্লাবের সাথে যুক্ত হয়ে ছোট ছোট শিশুদের জন্য উস্হি তে মালন্চ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে সাহায্য করতেন। তার দীর্ঘদিন কর্মজীবনে তিনি লক্ষ লক্ষ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং জন সেবায় কাজ করে যান। গত কয়েক দিন আগে তার অকাল মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক প্রকাশ করেন। আজ তার স্বরণে সৃতি সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পশ্চিম বাংলা র শিক্ষা রত্না আবুল হাসেম সাহেব এবং সমাজ সেবী আবুল কাশেম সাহেব এবং সমাজ সেবী আবুল কাদের সাহেব এবং শিক্ষাবিদ ও সমাজ সেবী আবদুর রউফ সাহেব এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবী মাস্টার মনিরুল ইসলাম মোকামী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও সি পি আই এম নেতা শাহানাজ মোকামী এবং বাবলু মোকামী এবং শিক্ষাবিদ মাৎসুদা বেগম ও ডি ওয়াই এফ এর নেতা সাজাদ খান এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।।

Daily Frontier News