স্টাফ রিপোর্ট মোঃ রাকিব বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোঃ হোসেন হেলাল, (৬০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩: ৩০ মিনিটের দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০বছর। তিনি দুই ছেলে স্ত্রী সহ অনেক গুণগ্রাহী আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব রেখে দুনিয়ার শেষ ঠিকানা পরপারে চলে গেলেন।
মোঃ ইব্রাহিম হোসেন হেলালের বাড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। তিনি ঈশ্বরদী উপজেলার কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
স্বজনরা জানায়, জ্বর নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে গেলে ডেঙ্গু শনাক্তকরা হয়।
কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে আজমপুর কবরস্থানে দাফন করা হবে।
মোঃ ইব্রাহিম হোসেন হেলালের মৃত্যুতে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ্দুজামান, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ঈশ্বরদী প্রেসক্লাবে সভাপতি মোস্তাক আহমেদ কিরন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics