Daily Frontier News
Daily Frontier News

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন করা হয়েছে, উপস্তিত ছিলেন জেলার সব বিধায়ক।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

ডায়মন্ডহারবার মহাকুমার রবীন্দ্রভবনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি র উপস্থিতিতে জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্হায়ী কমিটি র জেলা পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পেলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও তিনবারের জেলা পরিষদের সদস্য এবং সাবেক পশ্চিম বাংলা র শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র ভাই মুজিবুর রহমান মোল্লা। আজকের এই স্হায়ী কমিটি গঠন করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত তৃনমূল দলের চেয়ারম্যান ও পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য শ্রীমতী নমিতা সাহা এবং পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য বিভাস সরদার এবং জয়দেব হালদার এবং পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য যোগরন্জন হালদার ও পশ্চিম বাংলা র সুন্দর বন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং ডায়মন্ডহারবার বিধান সভার সদস্য পান্নালাল হালদার এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের নেতা ও জেলা পরিষদের সদস্য মোক্তার সেখ এবং সাদেক লস্কর ও ইছা সেখ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সামিমা খাতুন ও শিক্ষক নেতা তৃনমূল দলের মহিদুল ইসলাম সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যান্য সদস্যরা।।

Daily Frontier News