Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।

কুমিল্লার বুড়িচং উপজেলার পরিবার পরিকল্পানা কার্যালয়ের উদ্যোগে ও আইইএম ইউনিট,পরিকল্পানা অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
(৭ জুন ২০২২) মঙ্গলবার দিনব্যাপী বুড়িচং পরিবার পরিকল্পানা অধিদপ্তরের কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবার পরিকল্পিত পরিবার গঠন,বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ,কিশোর ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি,নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ ও জেন্ডার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।

উক্ত কর্মশালাত অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হালিমা খাতুন।
পরিববার পরিকল্পানা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী’র সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিভাগীয় পরিচালক মোঃ হাবিবুর রহমান, কুমিল্লা জেলা পরিবার পরিকল্পানা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পানা অধিদপ্তরের সহ-কারী পরিচালক মোহাম্মদ আকিব উদ্দিন, জেলা সহ-কারী পরিচালক ডাক্তার শাহনাজ,উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার এ.কে.এম হেদায়েতুল ইসলাম,বুড়িচং উপজেলার সাংগঠনিক মোঃ মশিউর রহমান খান।উপজেলা পরিবার পরিকল্পানা পরিদর্শক গোলাম সামদানী, মোঃ অলি উল্লাহ,মাদিনা পিয়ারী, ফরুক আহমেদসহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Daily Frontier News